কুষ্টিয়া প্রতিনিধি ।।কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউড়িয়া মন্ডলপাড়া এলাকার শরাফ মন্ডলের ছেলে মনিরুল ইসলাম ভেকু (৩৮) নামের যুবক একই এলাকার লুতফর রহমানের মেয়ে আকলিমা খাতুনকে (৪০) নিয়ে গত ৭ দিন ধরে পালিয়ে গেছে। মনিরুল ইসলাম পেশায় একজন লেদ মিস্ত্রি তার একটি ছেলে সন্তান রয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টার সময় তারা বাড়ি থেকে পালিয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবার। পরে ৩ দিন পর মনিরুলের কোন খোজ না পাওয়ায় তার মা মনোয়ারা বেগম ১৭ তারিখে কুমারখালী থানায় একটি নিখোজ জিডি করেন। এ ছাড়াও আকলিমা নামের ওই নারীর ১৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মনিরুল ইসলাম বাড়ি থেকে পরকিয়ার জেরে পালিয়ে যাওয়ার সময় তার পরিবারের সকলের কাছে গোপন করে প্রায় ২ লক্ষ টাকা কিস্তি তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন। অন্যদিকে স্ত্রী আকলিমা অন্যের সাথে পালিয়ে যাওয়ার পরেও ধন্না ধরে খুজে বেরাচ্ছে তার স্বামী কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া এলাকার রেজাউল ইসলাম। আকলিমার স্বামী পেশায় একজন কৃষক। স্ত্রী এভাবে পালিয়ে যাওয়ার কারনে রাস্তায় রাস্তায় কান্না করে পাগলের মত প্রায় অবস্থা তার। এ ছাড়াও মনিরুলের ১২ বছর বয়সী ছেলেটি তার বাবাকে এভাবে অন্যের সাথে পালিয়ে যেতে দেখে কান্নায় ভেংগে পরে সে সহ তার পরিবারের লোকজন সমাজে মুখ দেখাতে পারছেনা। এ বিষয়ে মনিরুলের মা মনোয়ারা বেগম বলেন, আমার ছেলে মনিরুলক ইসলামকে ওই মহিলা ভুলভাল বুঝিয়ে ফুসলায়ে গোপনে আগে থেকে ২ লক্ষ টাকা কিস্তি তুলিয়েছে। তারপর আমার ছেলের সাথে পরকিয়ার জের ধরে পালিয়ে গেছে। আমার ছেলে প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন পায়। এব টাকার লোভে পরে ওই মহিলা আমার ছেলের পিছনে লেগে ছিলো। আমার ছেলে মনিরুলের একটি ছেলে সন্তান রয়েছে। বাবার এই কাজের জন্য ছেলেটি স্কুল এবং কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। যেই মেয়েটির সাথে আমার ছেলে পালিয়েছে সেই মেয়েটির এর আগেও অনেকজনের কাছ থেকে প্রেমের ফাদ পেতে টকা পয়সা লুটে নিয়েছে। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমার পরিবারের সংসারের হাল ধরার একমাত্র কারিগর আমার ছেলে মনিরুল ইসলাম। সে ফিরে না আসলে মনিরুলের স্ত্রী রত্না খাতুন ও ছেলে শিমুলসহ আমদের পথে বসতে হবে। কারন তার বাবা একজন বৃদ্ধ মানুষ।
আর//দৈনিক দেশতথ্য//২০ সেপ্টেম্বর-২০২২