Print Date & Time : 23 September 2025 Tuesday 3:22 am

কুষ্টিয়ায় পরিবেশ সুরক্ষা নিয়ে স্কুল ক্যাম্পেইন

কুষ্টিয়া :

প্লাস্টিক দূষণ বর্তমানে পৃথিবীতে অন্যতম পরিবেশগত সংকট। এর কারণে জলবায়ু পরিবর্তন ও প্রাণিজগতের বিপন্নতাসহ মানুষের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া ও রিনিউ আর্থ এর আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে গ্রীণ স্কুল ক্যাম্পেইন আয়োজিত হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া ও রিনিউ আর্থ এর আয়োজনে প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষায় ভূমিকা নিশ্চিত করা এ প্রদর্শণীর উদ্দেশ্য।

পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক হাবিবুল বাশার জানান, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা থেকে পরিবেশগত সচেতনতার জন্য কিছু করতে হবে। সেজন্য আমরা বেছে নিয়েছিলাম প্লাস্টিক দুষণ। আমাদের উদ্দেশ্য ছিলো কিভাবে প্লাস্টিক দূষণ কমানো যায়। শিক্ষার্থীদের থেকেই সচেতনতা সৃষ্টির জায়গা থেকে এই আয়োজন।

রিনিউ আর্থ এর ফাউন্ডার মোঃ প্রত্যয় বিন শাফী জানান, তারা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আর বাজারে পলিথিন ব্যবহার করবে না। শিক্ষার্থীদের মাধ্যমে তাদের পরিবারসহ আশেপোশের মানুষদের সচেতন করা। বিদ্যালয় চত্বরে শিকর্থীদের সচেতন করা এবং তাদের মাধ্যমে ধীরেধীরে এটি বাহিরের মানুষকে সচেতন করাই শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য ছিলো।

তিনি আরও জানান, ‘আমরা সকলেই জানি প্লাস্টিক পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। বিভিন্নভাবে প্লাস্টিক নিষিদ্ধ হলেও পুরোপুরিভাবে প্লাস্টিকের ব্যবহার নিরসন সম্ভব হয়নি । বর্তমানের তরুণ প্রজন্ম তাদের একাগ্রতার মাধ্যমেই পারে পুরো দেশ এবং পৃথিবী বদলাতে।

শিক্ষার্থীরা জানান, আমাদের এই কাজটির মাধ্যমে এক ঝাঁক তরুণ পরিবেশ সম্পর্কে গবেষণা এবং আরও বিস্তারিত জানতে পেরেছে যা তাদেরকে অনুপ্রানিত করবে পরিবেশ সচতেনতায় কাজ করার জন্য। আমরা বিশ্বাস করি সকলে নিজের অবস্থান থেকে সচেতন হলেই আমরা প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারব। সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টি ছিল আমাদের জন্য যে নিজের সৃজনশীলতার মাধ্যমে মানুষকে সচেতন করা।