Print Date & Time : 10 May 2025 Saturday 3:52 am

কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্টদের সম্মেলন অনুষ্ঠিত

বটতৈল ইউনিয়নের কবুরহাটে গতকাল শনিবার মেডিল্যাব ডায়গনস্টিক সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার শতাধিক পল্লী চিকিৎসক এবং ফার্মাসিস্ট এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

পল্লী চিকিৎসক সমিতি কুষ্টিয়ার সভাপতি ডা. উৎপল পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কুষ্টিয়া নাগরিক কমিটির সদস্য এম. এ. খালেক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া জেলা বার ইউনিটের সিনিয়র সদস্য অ্যাড. এনামুল হক।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক আজম সিদ্দিকী।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৌরভ হোসেন, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিল্যাব ডায়গনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ও কুষ্টিয়া মেডিক্যাল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. চঞ্চল মাহমুদ।

অনুষ্ঠানে কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা ও সচেতনামূলক কার্যক্রমে পেশাদারিত্ব এবং মানবিকতার বিষয়টিতে গুরুত্ব আরোপ বিষয়ে আলোচনা করা হয়। সেবার মান উন্নয়নে সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে নিয়মিত মনিটরিং এর বিষয়টিতে আলোকপাত করেন উপস্থিত সুধীজন।

এবি //দৈনিক দেশতথ্য //মে ০৬,২০২৩//