কুষ্টিয়ার খোকসায় ডোবার পানিতে পরে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে ইয়ানূর নামের ওই শিশু পানিতে পরে মারা যায়।
সে ওই গ্রামের সোহাগ মোল্লার ছেলে। শিশুর নানা স্বপন আলী জানান, সকালে শিশু ইয়ানূর তার বাবার সাথে ঘুমিয়ে ছিল। এ সময় শিশুর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কোন এক সময় শিশুটি বিছানা ছেড়ে ঘরের পেছনে নতুন কাটা ডোবার পানিতে পরে নিখোঁজ হয়। সকাল সাড়ে ৮ টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ডোবার পানিতে শিশু ইয়ানূরের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ডোবার পানিতে খোঁজা-খুজির সময় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ওই সময়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ টপি কুন্ডুর উদ্ধৃতি দিয়ে উপ-সহকারী মেডিকেল অফিসার (স্যাকমো) জাহিদুল ইসলাম জানান, পানিতে ডোবা শিশুটিকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ জানান, শিশু ইয়ানূরের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//২৪ মে-২০২২//

Discussion about this post