Print Date & Time : 5 July 2025 Saturday 10:04 pm

কুষ্টিয়ায় পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে তিন যুবক নিহত

কুষ্টিয়ায় মোটর সাইকেলে একে অপরের থেকে জোরে যাওয়ার অশুভ প্রতিযোগিতা করতে গিয়ে  তিন যুবক নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২৫) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের ছেলে রাহুল (২০)।

গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লবকে (২০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, রাত ৮ টার দিকে দুটি মোটর সাইকেলে করে চার জন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এ সময় তারা একে অপরের থেকে দ্রুত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন। এক পযায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মটরসাইকেল কাগোর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে ভতি নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়। 

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৯,২০২২//