Print Date & Time : 18 July 2025 Friday 2:17 am

কুষ্টিয়ায় পিতা-পুত্রের উপর হামলা

পৌরসভাস্থ চাঁদাগাড়া স’ মিল এলাকায় জমি সংক্রান্ত বিরোধে পিতা-পুত্রের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুত্বর জখমপ্রাপ্ত হয়েছে আবির নামক এক যুবক। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের আঘাতে আবিরের মাথায় প্রায় দেড় ইঞ্চি ডিপ গর্ত হয়েছে। ওই যুবকের মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। 

এ ঘটনায় ওই যুবকের মা হোসনে আরা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভাস্থ চাঁদাগাড়া স’ মিল এলাকার আরমান খান ও কোরবান খান সম্পর্কে আপন ভাই। জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে গতকাল শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টার সময় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা এসে পিতা-পুত্রকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। আবিরের মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৫,২০২২//