কুষ্টিয়ায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পুনাক সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ পরবর্তী আনন্দ মেলা ও মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
কুষ্টিয়া পুনাকের মানবিক কার্যক্রম গুলো ছিল হরিপুর প্রতিবন্ধী স্কুলের ২ জন শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং ২০ জন বাক প্রতিবন্ধী ছাত্রীদের মাঝে হরলিক্স বিতরণ, মোমেনা খাতুন এতিমখানার ১০ জন ছাত্রীদের মাঝে থ্রিপিস বিতরণ এবং সমাজের দুঃস্থ ও অসহায় ৩০ জন মায়েদের মাঝে শাড়ী বিতরণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির সহধর্মীনি মিসেস ফৌজিয়া আলম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কেক কাটার মাধ্যমে উপস্থিত সকলেই ঈদ পরবর্তী আনন্দে মেতে উঠেন। প্রধান অতিথি তার বক্তব্যে পুনাক কুষ্টিয়ার এ রকম মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং পুনরায় এ ধরনের কাজে অংশ গ্রহণ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে পুনাকের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রম দেখে আমি বিমোহিত। বিশেষ করে প্রতিবন্ধী, এতিম ও দুঃস্থদের মাঝে ঈদের আগে পুনাকের উদ্যোগে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে, মৌসুমী ফলের সময় তাদের মাঝে ফল সরবরাহ করা হয়েছে এবং আজকে ঈদ পরবর্তী সময়ে তাদের ডেকে এনে হুইল চেয়ার, শিশুদের মাঝে হরলিক্স, দুঃস্থ মায়েদের মাঝে শাড়ী বিতরণ এটি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এসব ভালো কাজের মাধ্যমে সমাজ যেমন পরিশুদ্ধ হবে তেমনি মানুষ বেঁচে থাকবে তাদের কর্মের মাধ্যমে। পরবর্তীতে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শারিরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং এতিম, অসহায়, দুঃস্থ মহিলা, ছাত্র ও ছাত্রীদের মাঝে শাড়ি, থ্রিপিস ও হরলিক্স বিতরণ করেন প্রধান অতিথি মিসেস ফৌজিয়া আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মীনি দিলরুবা আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী খায়রুন নেসা, দপ্তর সম্পাদিকা (সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি) মোমিনা খানম, দপ্তর সম্পাদিকা (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ) আনিতা আশরাফী দিবা, (সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল) তাসনীম পাকিজা, ইন্সপেক্টর, নারী প্রত্যয়ী সৈয়দা রেশমা খানম, সাংবাদিক আফরোজা আক্তার ডিউ (বিএফইউজে’র সহ-সভাপতি), ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।
আর//দৈনিক দেশতথ্য//১৫ জুলাই-২০২২//