Print Date & Time : 5 July 2025 Saturday 7:59 am

কুষ্টিয়ায় পুনাকের উদ্যোগে নারী দিবস পালিত

কুষ্টিয়ায় পুলিশ নারী কল্যাণ সমিতি পুণাকের উদ্যোগে ও জেলা পুলিশের সহযোগীতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সকালে পুলিশ লাইন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালী শেষে পুলিশ লাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ নারী কল্যান সমিতির সভাপতি দিলরুবা আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খাইরুল আলম। বক্তব্য রাখেন পুনাকের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ অতিরিক্ত পুলিশ সুপার পত্নী খাইরুন্নেছা, নারী চিকিৎসক ডাঃ আসমা জাহান লিজা, নারী লেখক ও কবি আলম আরা জুঁই, বিএফইউজে’র সহ-সভাপতি আফরোজা ডিউ, নারী সংগঠক, মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন ক্ষেত্রে সফল ৫ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বাংলার নারী সমাজ সারাজীবন কৃতজ্ঞ থাকবে। পিতার পাশে মায়ের নাম বাধ্যতামুলক, বিনামুল্যে নারী শিক্ষা, সরকারি বেসরকারি কোন প্রতিষ্ঠানের প্রধান হতে নারীদের কোন বাঁধা না হওয়ার সকল দিগন্ত উন্মোচন করেছেন তিনি ।

সভাপতির বক্তব্যে পুনাক সভানেত্রী দিলরুবা আলম বলেন, আজ সময় এসেছে নারী জাগরণের। নারীরা এখন তাদের যোগ্যতা, মেধা ও মননের শতভাগ প্রমাণ করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি নারীদের মুক্তির রুপকার। সভা পরিচালনা করেন ইন্সপেক্টর রেশমা।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৮,২০২২//