কুষ্টিয়া পুলিশ লাইন্সের পুনাক সম্মেলন কক্ষে গতকাল ৯ জুলাই পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়া’র উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী অতিথি ছিলেন কুষ্টিয়া পুনাকের সভানেত্রী মিসেস দিলরুবা আলম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার বিদায়ী পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) এর সহধর্মিনী শামীমা নাসরিন দিপি। ডাঃ লিজা রতন ম্যাটস্ কুষ্টিয়ার স্বত্বাধিকারী ডাঃ আসমা জাহান লিজা। পুলিশ হাসপাতাল কুষ্টিয়ার ডাঃ মিতা রানী মজুমদার। ডাঃ মোছাঃ সুলতানা রাজিয়া। বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। ইন্সপেক্টর সৈয়দা রেশমা খানম এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।
পুনাক কুষ্টিয়ার সভানেত্রী দিলরুবা আলম নারীর ক্ষমতায়নে কাজ করেছেন। তিনি বিভিন্ন সময়ে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী কাপড় ঔষধ নগদ অর্থ হুইল চেয়ার সেলাই মেশিন কম্বল বিতরণ করেছেন। এছাড়া নানাবিধ মানবিক কার্যক্রমে অংশ নিয়ে তিনি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার সুনাম বাড়িয়েছেন। মানবতায় বিশেষ অবদান রাখায় তাকে “জাগ্রত গুণীজন সম্মাননা ২০২৩” প্রদান করেছে জাগ্রত সাহিত্য পরিষদ।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৯,২০২৩//