নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় এজাহার নামীয় এবং হত্যাকান্ডে জড়িত প্রকৃত আসামিদের দায় হতে অব্যহতি দিয়ে আদালতে অসত্য বানোয়াট মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ এনে দৌলতপুর থানা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে গ্রামবাসী।
বুধবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা হাটখোলাপাড়া গ্রামে এই মানববন্ধন ও ঝাড়ু মিছিল করে তারা।
এসময় আন্দোলনকারীরা বক্তব্য রেখে বলেন, ‘২০২৩ সালের ১৪ জুন বিকেলে গরুতে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ভুরকা হাটখোলাপাড়া গ্রামের রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২) নামে দুই কৃষকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে চরা লের চিহ্নিত ত্রাশ লালচাঁদ বাহিনীর সেকেন্ডইন কমান্ড উজ্জল সর্দার সহ তার সন্ত্রাসী বাহিনী। হত্যার এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ সহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে দৌলতপুর থানায় জোড়া খুনের মামলা করেন নিহত বজলু মালিথার ছেলে নাহিদ হাসান।
গত ১৫ ফেব্রæয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান হত্যা মামলার মুল আসামিদের বাদ দিয়ে আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরই প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসানকে অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। সেই সাথে মামলাটি পুনরায় তদন্ত করে হত্যাতান্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান তারা। মানববন্ধন ও ঝাড়– মিছিলে ৫ শতাধিক স্থানীয় এলাকাবাসী নারী পুরুষ অংশ নেয়।
তবে এবিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম অভিযোগ নাকচ করে জানান, ‘উপজেলার হাটখোলাপাড়া গ্রামের জোড়া খুনের মামলাটি পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেছে, সেখানে এজাহার নামীয় ৩২জন আসামীর মধ্যে থেকে ৭জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের দায় থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে এবং তদন্তকালে ঘটনাস্থলের ভিডিওচিত্র বিশ্লেষন করে ওই হত্যাকান্ডে জড়িত সন্দেহে এজাহার বহির্ভুত আরও ২৬জনের নাম সংযোজনসহ প্রতিবেদন প্রস্তুত করা হয়। এতে কেউ সংক্ষুব্ধ হলে তার বা তাদের জন্য আদালতের দড়জা খোলা আছে তাদের জন্য।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ মার্চ ২০২৪