কুষ্টিয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুষ্টি পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা: জুবাইদা নাসরীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ডাঃ তাহেরুল ইসলাম খান। দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা এবং বাংলাদেশের জনগণ ও কুষ্টিয়া জেলার পুষ্টি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সহকারী পরিচালক ডাঃ নাজিয়া আন্দালিব, বহু খাতভিত্তিক ন্যূনতম পুষ্টি প্যাকেজ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা: ফারজানা রহমান, জেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন পদ্ধতি বিষয়ক গ্রুপ ওয়ার্ক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডাঃ আকতার ইমাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সবার জন্য পুষ্টি নিশ্চিত করার জন্য ১৯৭৫ সালের ২৩ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেন। এ ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে জাতীয় পুষ্টি নীতি প্রণয়ন করেন এবং ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পুষ্টি কর্মপরিকল্পনা ঘোষণা করেন। কর্মশালায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত দীর্ঘমেয়াদী পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার ৩৬ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে কম ওজনের হার ৩৪ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা, জন্মের প্রথম এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৫১ শতাংশ থেকে ৮০ শতাংশে উন্নীত করা এবং রক্তস্বল্পতায় আক্রান্ত গর্ভবতী মায়েদের হার ৫০ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনতে হবে। এর জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার কোন বিকল্প নেই।
দিনব্যাপী এ কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
আর//দৈনিক দেশতথ্য//৯ জুন-২০২২//