নিজস্ব প্রতিবেদক :কুষ্টিয়ায় রাতের আধারে প্রায় ৬ শতাধিক কলাগাছ কর্তন করেছেন অজ্ঞাতনামা দূর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার ৩ মার্চ রাতে কোন এক সময় কে বা কারা এই কলাবাগানের কলা গাছ কর্তন করেন।এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সোহেল রানা ও এলাকাবাসী
ধার করে কলা চাষ করছি। সার,সেচ বাবদ ৩ লাখ খরচ হয়েছে। এখন ধার শোধ করব কিভাবে,খাব কি?এই বলে আর্তনাদ করছেন মিরপুর উপজেলার মালিহাদী ইউনিয়নের ঝুটি ডাঙ্গা গ্রামের সোহেল নামের এক কলাচাষী। বিঘাপ্রতি ২০ হাজার টাকায় চুক্তিভিত্তিতে ছয় বিঘা জমিতে কলাচাষ শুরু করেন তিনি।
জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে সে এখন দিশেহারা। শুধু সোহেল নয় এই এলাকার প্রায় পাঁচ শতাধিক কৃষক কলা চাষের সাথে সম্পৃক্ত এবং শতশত বিঘার উপরে কলা চাষ হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে মাস দুয়েকের মধ্যে কলা বিক্রির উপযোগী হবে। কলা গাছ কর্তনের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন সকল কৃষক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। এ রিপোর্ট লেখা পযর্ন্ত মিরপুর থানায় সাধারণ ডায়েরি দায়েরের প্রস্তুতি চলছিল।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post