Print Date & Time : 10 May 2025 Saturday 9:13 pm

কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে অগ্নিকান্ডে আরো একজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় এবার রিমন (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ এ অগ্নিকান্ডে ঘটনায় মৃতের সংখ্যা চারজনে গিয়ে দাঁড়ালো।

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে রিমন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুতর আহত অবস্থায় শনিবার ভোরে সেখানে তাকে সেখানে ভর্তি করা হয়েছিল। এর আগে শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. রাজিব উদ্দিন (২৫) নামে একজন একই হাসপাতালে মারা যান।
নিহত রিমন দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে। রিমনের শরীরের প্রায় ৭৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
প্রসঙ্গত, শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) ও একই এলাকায় তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬) নিহত হন।
বর্তমানে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মো. বিদ্যুৎ হোসেন (২৫) চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গেছে।

আর//দৈনেক দেশতথ্য//১৮ আগষ্ট-২০২২