Print Date & Time : 30 August 2025 Saturday 8:22 am

কুষ্টিয়ায় পেশাজীবী পরিষদের ইফতার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়ায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাডভোকেট শামিম উল হাসান অপু’র নেতৃত্বে এই ইফতার বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট ইকবাল খান, এডভোকেট আব্দুর রাজ্জাক, শাহনেওয়াজ আরেফিন পাপ্পু, শিক্ষানবীশ আইনজীবী বকুল আলী, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দিপু, কুষ্টিয়া শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সিয়াম, ১১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সময় শেখ রিত্তিক, সজল আহমেদ, সোহানুর রহমান সোহান, উৎস বিশ্বাস, অর্নব বশু প্রমূখ।

এবি//দৈনিক দেশতথ্য//১০ এপ্রিল,২০২২//