কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মহিদুলের বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে এলাকাবাসীর ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান বালু উত্তোলনের কারণে আবাসিক এলাকার চলাফেরার রাস্তা নষ্ট, দুর্ঘটনার পাশাপাশি পরিবেশ ক্ষতিগ্রস্ত এবং জীবনযাত্রা ব্যাহত হওয়ায় এলাকাবাসী মিলে বন্ধ করে দিয়েছে আওয়ামী শাসনামলের কাউন্সিলর মহিদুলের বালু মহলটি ।
আজ সকাল ১০টায় ক্ষুব্ধ এলাকাবাসী ওয়ার্ডের কানা বিলের মোড়ে হাইওয়ে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছে।
এলাকাবাসীর অভিযোগ, কাউন্সিলর মহিদুলের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে দীর্ঘদিন। যা এলাকার নদী ও কৃষিজমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বালু উত্তোলনের ফলে আশেপাশের কৃষি জমি ধ্বংস হচ্ছে এবং মাটির স্থিতিশীলতা হ্রাস পাচ্ছে। পরিবেশের এই বিপর্যয়ের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানোর পরও প্রশাসন কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অবশেষে আজ ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং বালুবাহী ১০টি ট্রাক আটকে দেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তারা আর এই অনৈতিক কর্মকাণ্ড সহ্য করবে না এবং যতদিন না বালু উত্তোলন বন্ধ করা হবে, ততদিন তাদের আন্দোলন চলবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
কাউন্সিলর মহিদুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফটো ফোন বন্ধ পাওয়া যায় ।