পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে পুনাকের সম্মেলন কক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার সভানেত্রী দিলরুবা আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৫ জন সুবিধা বঞ্চিতদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় পুনাক সভানেত্রী বলেন, আমরা আমাদের সামান্য সামর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও পুনাক, কুষ্টিয়ার এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইন্সপেক্টর (নারী প্রত্যয়) সৈয়দা রেশমা খানম ও পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ এপ্রিল ২০২৩

Discussion about this post