বাঙ্গালী জাতির গৌরব ঐতিহাসিক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন শনিবার কুষ্টিয়া শহরস্থ প্রবীন হিতৈষী সংঘের কুষ্টিয়া জেলা কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এ্যাডভকেট আব্দুল জলিল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীন হিতৈষী সংঘের কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়া বার্তার সম্পাদক ও প্রকাশক, খাদেমুল ইসলাম
এছাড়া প্রবীন হিতৈষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সকল সদস্য সহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, হাবিবুল্লাহ, মিজানুর রহমান মির্জা, নজরুল ইসলাম, আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, শাহ্ নেওয়াজ আনসারী মঞ্জু, নাহিদ সুলতানা পারুল, নিলুফা আক্তার নাসরিন, ড. সরওয়ার মোর্শেদ রতন প্রফেসর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৫,২০২২//

Discussion about this post