ওপেলিয়া কনি, কুষ্টিয়া অফিসঃ কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সাভার শাখায় কর্মরত ছিলেন। অন্যদিকে, ফাহিম অনিক শহরতলীর কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গেছে, নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে ছিলেন।
এ ঘটনায় তানভীর গণি (২৩) নামের আরও একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে তিন বন্ধু মজমপুর থেকে চা খেয়ে মোল্লাতেঘরিয়ায় এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত ইসলাম পলাশকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফাহিম অনিকও মারা যান।
এ ঘটনায় এখনো প্রাইভেটকারটির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।