Print Date & Time : 10 May 2025 Saturday 5:27 am

কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগে পদ বৃদ্ধি দাবি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে  পরীক্ষা-২০২০ এর (পদ সংখ্যা বৃদ্ধির) মাধ্যমে পিইডিপি-৪ এর লক্ষ্যমাত্রার পূর্ণতা এবং উত্তীর্ণ প্রার্থীদের (সর্বোচ্চ সংখ্যক) নিয়োগেদানে যথাযথ ব্যবস্থা করার জন্য মানববন্ধন করেছে চাকুরী প্রত্যাশীরা। মঙ্গলবার বেলা ১২ টায় কুষ্টিয়া পিটিআই রোডে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে  সারা দেশের ন্যায় এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।  মানববন্ধন কর্মসূচীতে  প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে  পরীক্ষা-২০২০’এ  পদ সংখ্যা বৃদ্ধির আবেদনসহ নানা বিষয় তুলে ধরেন চাকুরী প্রত্যাশীরা।

এসময় চাকুরী প্রত্যাশী ভুক্তভোগীরা জানান সাবেক প্রাথমিক ও গণশিক্ষা সন্ত্রণালয়  সচিব  গনমাধ্যমকে জানিয়েছিলেন  “অনুমোদনকৃত পদ ৩২,৫৭৭টি হলেও করোনার ২ বছরে অবসরজনিত কারণে আর ১০ হাজার পদ শূন্য থাকায় আমরা ৫৮ হাজারের মতো চলমান নিয়োগে  থেকে নিয়োগে  করা হবে ।  এমনকি  অবসরজনিত কারনে পদ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে  এমন একটি সংবাদ দেশের সকল গণমাধ্যমে এটি প্রচারিত হয়েছিল।  কিন্তু  গেল ১৯ নভেম্বর  পদ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না এবং  মন্ত্রণালয় ও অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা পদসংখ্যা বৃদ্ধির বিপক্ষে, তাই পদসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন। এ ঘটনাকে প্রথমিক শিক্ষক পদে চাকুরী প্রত্যাসীদের জন্য  অত্যন্ত হতাশাজনক বলে মনে করছেন ভুক্তভোগীরা।

বা//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৩,২০২২ //