Print Date & Time : 4 July 2025 Friday 12:58 pm

কুষ্টিয়ায় প্রিজাইডিং অফিসার বললেন ‘ভাই আমাকে বাঁচান’

কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের ৭৪ নং মনোহরদিয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রতীকের ব‍্যালট পেপার পাওয়া গেলো স্কুল আলমারিতে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯ টায় বিদ‍্যালয়টির প্রধান শিক্ষক মনোয়ার হোসেন  স্কুল খুলে আলমারির মধ‍্যে  ব‍্যালট পেপারের বই উদ্ধার করেন। যার ক্রমিক নং ০০০৭০১ থেকে ০০০৭৪১। গত বুধবার ৫ জানুয়ারী কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক মনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের মধ‍্যে বই বিতরণের জন‍্য আলমারী খুলে দেখি ব‍্যালট পেপার। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আল-আমিন রেজাকে আমি  মোবাইলে কল দিই। প্রিসাইডিং অফিসার আমাকে বলেন, ভাই আমি ভুলক্রমে ব‍্যালট পেপার আলমারিতে রেখেছি, আমাকে বাঁচান।

উল্লেখ্য যে, মনোহরদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম মাস্টার ভোট কেন্দ্রের ব্যাপক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সেখানে ভোটের ফলাফল পাল্টে দেওয়া, ঘোষণায এক রেজাল্ট, শীটে আরেক রেজাল্ট দেওয়ার অভিযোগ করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//