Print Date & Time : 2 July 2025 Wednesday 9:50 am

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি ।। কুষ্টিয়া দৌলতপুরে ২০ বোতল ফেনসিডিল ও পাখি  ভ্যান সহ  রিপন মন্ডল  (৩২) নামে এক মাদক ব্যবসায়কে পুলিশ আটক করেছে।

সে উপজেলার  মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামের  নিহাজ মন্ডলে ছেলে রিপন মন্ডল।

মাদক ব্যবসায় রিপন পাখি ভ্যান যোগে ২০ বোতল ফেনসিডিলসহ,  মহিষকুন্ডি পাকুড়িয়া থেকে  ভেড়ামারায় যাচ্ছিলেন।  গোপন সংবাদে ভিত্তিতে দৌলতপুর থানার এস আই, সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে আল্লারদর্গা হলুদবাড়ি মোড় নামক স্থানে অভিয়ান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//২৬ সেপ্টেম্বর-২০২২