Print Date & Time : 1 May 2025 Thursday 4:18 pm

কুষ্টিয়ায় ফেনসিডিল সহ একজন মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ৪৭ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে ।

এরই ধারাবাহিকতায় গত ১৮ মে ২০২৪ খ্রিঃ ১৮:৫০ ঘটিকায় র‍্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পাকুড়িয়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ফেনসিডিল (যাহার আনুমানিক মূল্য ১,৪১,০০০/-টাকা) সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় হোসেন (১৯) পিতা-মৃত মুহুর সদ্দার, সাং-পাকুড়িয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।

 গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ মে ২০২৪