বছরের পর বছর বিদ্যুৎ বিল না দেয়ায় কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে)সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইউনিয়ন পরিষদের কাছে কুমারখালী পল্লী বিদ্যুৎ সমিতির ৮৩ হাজার টাকার বিদ্যুৎ বিল পাওনা রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, দফায় দফায় বিল পরিশোধের জন্য চেয়ারম্যানকে চিঠি দিলেও তিনি আমলে না নেয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আনছার আলী। তিনি বলেন, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের বকেয়া পরিশোধের জন্য একাধিকবার নোটিশ দেয়া সত্বেও বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া বিল পরিশোধের জন্য বর্তমান চেয়ারম্যানকে জানানো হলে পূর্বের চেয়ারম্যানের বকেয়া টাকা তিনি দিতে পারবেননা বলে জানান যেকারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এদিকে ইউনিয়ন পরিষদের সংযোগ বিচ্ছিন্ন করায় স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর ইউনিয়ন পরিষদের সমস্ত কর্মচারী পরিষদ তালাবন্ধ করে চলে গেলে সেবা বঞ্চিত মানুষেরা চরম অসন্তুোষ প্রকাশ করেন । বিদ্যুৎ সংযোগ বিচ্ছিনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের উদাসীনতা বলে উল্লেখ করেন তারা। যদিও গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নতুন মুখ। তাহলে বকেয়া বিদ্যুৎ বিলের দায় কে নেবেন, এমন প্রশ্নও দেখা দিয়েছে জনমনে? বিষয়টি জানতে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহেল আল বাকি বাদশা ও ইউনিয়ন পরিষদের সচিব মাসুদের নিকট মোবাইলে কল দেয়া হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।
আর//দৈনিক দেশতথ্য//১২মে-২০২২//

Discussion about this post