Print Date & Time : 4 July 2025 Friday 6:58 am

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মহান বিজয় দিবস পালন

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুনীল কুমার চক্রবর্তীর নেতৃত্বে শহরের কালেক্টরেট চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মৃণাল কান্তি সাহা, গোপা সরকার, সনৎ পাল বাবলু, কার্যনির্বাহী সদস্য প্রিতম মজুমদার, সদর উপজেলা শাখার সহ-সভাপতি বাবু কৃষ্ণ কোমল বিশ্বাস, সাহাবুদ্দিন শেখ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সালাউদ্দীন গৌরব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, অরণী সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যাপক অজয় মৈত্র, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক হাফিজ সরকার প্রমুখ।

উল্লেখ্য মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার উদ্যোগে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ ডিসেম্বর ২০২৩