‘সংগ্রাম–স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
আলোচনা সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট অনুপ কুমার নন্দী, বিজ্ঞ জিপি ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আখতারুজ্জামান মাসুম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়ার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, কুষ্টিয়ার জাতীয় নারী সংস্থার চেয়ারম্যান জেব-উন-নিসাসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
অনুষ্ঠান জেলার ৫০জন অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৪০জন দুস্থ মহিলাদের মাঝে দুই হাজার টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা দেয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৮,২০২৩//

Discussion about this post