Print Date & Time : 5 July 2025 Saturday 2:55 am

দৌলতপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন লাইন রক্ষার দাবিতে মানববন্ধন । শুক্রবার বিকেল ৩ টায় সেচ্ছাসেবী সংস্থা এসএফএ গ্রীন পিচের আয়োজনে ও গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মরিচা ইউনিয়নের কোলদিয়াড় নদী পাড় এলাকা থেকে শুরু হওয়া প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে প্রায়  দুই ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে দাবি আদায়ের স্লোগান সংবলিত নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্থানীয় কোমলমতি শিক্ষার্থী, এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ জনতা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসএফএ গ্রীন পিচের নির্বাহী পরিচালক আকাশ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুুল ইসলাম জাহিদ, সাবেক চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমগীর, এসএফএ গ্রীন পিচের সভাপতি আল বুখারি অনিক।সমাবেশে বক্তারা নদীভাঙ্গনের হাত থেকে মরিচা ইউনিয়নকে রক্ষার দাবিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তাঁরা।

দৈনিক দেশতথ্য//এল//