Print Date & Time : 20 April 2025 Sunday 8:50 am

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সব ভয় জয় করে এগিয়ে চলার ১৯ বছরে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বৈশাখী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা এবং আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে চ্যানেলটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চ্যানেলটি দিনব্যাপী নানা আয়োজন করেছে। যাত্রার শুরু থেকেই দর্শকদের কথা চিন্তা করে বৈশাখী টেলিভিশনে বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে আসছে কর্তৃপক্ষ। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার (বিএমএ) সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম মুসতানজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা আবদুর রশিদ চৌধুরী, ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, ডা. ফাতেমা আশরাফ, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, আইনজীবী লিয়াকত আলী।

বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম দোলনের সভাপতিত্বে এবং ক্লাবের সহ-সভাপতি বাংলাভিশন ও দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি হাসান আলীর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এসএটিভি, বাসস, কুষ্টিয়ার কাগজের সম্পাদক নুর আলম দুলাল, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি, কুষ্টিয়ার দর্পণের সম্পাদক মজিবুল শেখ, সহ-সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মন্জু, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চ্যানেল টোয়েন্টিফোর টিভির স্টাফ রিপোর্টার  জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক  চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের জ্যৈষ্ঠ প্রতিবেদক শরীফ বিশ্বাস, কোষাধ্যক্ষ আমার বার্তার প্রতিনিধি এনামুল হক,  সাংগঠনিক সম্পাদক ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রবিউল আলম ইভান, বিডি টুয়েন্টিফোর রিপোর্টের খালিদ সাইফুল, সিনিয়র সাংবাদিক হায়দার আলী, দৈনিক দর্পণের স্টাফ রিপোর্টার আসলাম আলী প্রমুখ।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ ডিসেম্বর ২০২৩