Print Date & Time : 3 August 2025 Sunday 12:48 pm

কুষ্টিয়ায় বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : ‘নারীর সমঅধিকার, সমসুযোগ- এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এবছরের নারী দিবসের শ্লোগানকে ধারণ কওে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কুষ্টিয়ায় বর্ণিল  আয়োজনে বিভিন্ন সংগঠনের অংশ গ্রহনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

 শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন চত্বর হতে বেলুন উড়িয়ে বর্ণিল সাজে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: নাসরিন বানুর সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নুরে সফুরা ফেদৌসের সঞ্চালনায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 সেখানে বক্তরা বলেন, ‘কেবলমাত্র আনুষ্ঠানিকতা পালন নয়; আন্তর্জাতিক নারী দিবসের ঐতিহাসিক তাৎপর্য অনুধাবন করে তার মৌলিক শিক্ষাকে ধারণ করে নারী তার আত্মসম্মান ও মর্যাদাশীল জীবন প্রতিষ্ঠায় এগিয়ে যেতে হবে’।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ মার্চ ২০২৪