কুষ্টিয়ায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র দুই যুগে প্রবেশ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি মো. মনিরুজ্জামান প্রধান অতিথি থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি আল-মামুন সাগর, সহ-সভাপতি ও সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক ডা, গোলাম মওলা, সাবেক সহ-সভাপতি মুজিবুল শেখ, সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস প্রমুখ। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি মো.মনিরুজ্জামান বলেন, এত অল্প সময়ে কোনো পত্রিকা এতটা পাঠকপ্রিয়তা অর্জন করেনি। যা বাংলাদেশ প্রতিদিন অর্জন করেছে। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার কারণেই বাংলাদেশ প্রতিদিন সবার শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ প্রতিদিন শুধু প্রিন্ট ভার্সনেই এগিয়ে নয়, এটি এখন অনলাইনেও পাঠকপ্রিয়তার শীর্ষের দিকে রয়েছে ।
পরে অতিথিরা কেক কেটে বাংলাদেশ প্রতিদিনর দুই যুগে পদার্পণের উদ্বোধন করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৫,২০২২//

Discussion about this post