কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে গত ২৫ তারিখ দুপুর ১২টার সময় বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নির্বাহী সদস্য কে এম শাহীন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ালীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহ-সভাপতি ও যুগ্ন সাধারন সম্পাদক আফরোজা আক্তার ডিউ, সহ-সভাপতি শেখ হাসান বেলাল, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহিদুজ্জামান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব কেপিসি’র যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক কায়সার, দপ্তর সম্পাদক এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ, এম বেলাল, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, সোহাগ আহমেদ, মিলন খন্দকার। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, সালমান শাহরিয়ার রাজু, রাকিব হাসান সহ উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশ বুলেটিন পত্রিকাটি অতি অল্প সময়ের মধ্যে ডিএফপি’র তালিকায় ১৩ তম স্থানে উঠে এসেছে সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। কুষ্টিয়ার আনাচে-কানাচে ঘটে যাওয়া অসহায় নিপীড়িত মানুষের কথা বলবে এই পত্রিকাটি।
গত ৬ বছরে সারা বাংলাদেশে বুলেটিন ব্যাপকভাবে পাঠকের হৃদয়ের জায়গা করে নিয়েছে বাংলাদেশ বুলেটিন। উপস্থিত সকলেই কুষ্টিয়া জেলা প্রতিনিধি কে এম শাহীন রেজা ও পত্রিকার জন্য শুভকামনা জানান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ নভেম্বর ২০২৩

Discussion about this post