Print Date & Time : 12 July 2025 Saturday 9:04 am

কুষ্টিয়ায় বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভা

কুষ্টিয়া, ২২ মে’ ২০২৩॥ ৯ম জাতীয় বেতন কমিশন গঠন এবং আউট সোর্সিং নিয়োগ প্রথা বাতিলসহ ৫দফা দাবী আদায়ের লক্ষে আগামী ২৭ মে ঢাকায় বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্র কমিটি ঘোষিত জাতীয় প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।

সোমবার বিকেলে কুষ্টিয়া কালেক্টর চত্তরে সংগঠনের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শরাফত হোসেনের সভাপতিত্বে দাবী বাস্তবায়নের আহবান জানিয়ে এসময় বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি সোলাইমান কবির, ফজলুর রহমান, খোকন শেখ ও আহম্মদ আলি প্রমূখ।

সভায় বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক আবু বক্কর বলেন-আগামী ২৭মে কেন্দ্র কমিটি ঘোষিত জাতীয় প্রতিনিধি সম্মেলন সফল করতে কুষ্টিয়াসহ দেশের ৬৪টি জেলা থেকে হাজার হাজার কর্মচারীরা ঢাকায় সম্মেলনে যোগদান করবেন।

দাবী আদায়ের আন্দোলনের পাশাপাশি জেলার সকল দপ্তরের কর্মচারীদের স্বস্ব দপ্তরে সঠিকভাবে দায়িক্ত পালন করার আহবানও জানান তিনি। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সভা সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সভাপতি।

এবি//দৈনিক দেশতথ্য //মে ২২,২০২৩//