Print Date & Time : 27 July 2025 Sunday 10:55 pm

কুষ্টিয়ায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩০ উদ্‌যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ৩ এপ্রিল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কুষ্টিয়া জেলা শাখা, সাবেক ডেপুটি কমান্ডার, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ড, বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৩ এপ্রিল ২০২৩