Print Date & Time : 20 April 2025 Sunday 9:58 am

কুষ্টিয়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠল শিশুরা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে (মেভস) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ফেব্রুয়ারি) স্থানীয় মিরপুর আরই অফিস মাঠে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের (মেভস) অধ্যক্ষ মোহাম্মদ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ক্যান্সার ও টিউমার বিশেষজ্ঞ ডাক্তার তৌছিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুহু আব্দুল্লাহ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাজী ইমরান সাঈদ, সাংবাদিক কুদরতে খোদা সবুজ, স্থানীয় আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আনিসুর রহমান, মিরপুর উপজেলা সহকারী স্বাস্থ্যকর্মী মনিরুজ্জামান শিমুল, হাফেজ মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।
প্রতিযোগিতা শেষে সংস্কৃতি অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা গান, নাচ, আবৃতি পরিবেশন করেন।
প্রসঙ্গত, চলতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়
মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ধরনের ১৭টি খেলায় অংশগ্রহণ করে।