কুষ্টিয়ার কুমারখালীতে দুই বালুবাহী নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো.উবাই সরদার (৪০) নামের একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। সোমবার বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় এদুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছায় কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ শ্রমিক জেলার ভেড়ামারা উপজেলার বাইশচর ইউনিয়নের দশ মাইল এলাকার জালাল সরদার ছেলে। এ ঘটনায় নদী সাঁতরে প্রাণে বেঁচে নদীর ওপরে ফিরেছেন আরো ১৮ জন শ্রমিক।
এলাকাবাসী ও নৌকায় থাকায় শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, পাবনা সুজানগরের তারাপুর চর থেকে দুইটি বালুবাহী নৌকা আগপাছ করে পদ্মা নদী দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা বারোমাইল ঘাটে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল ৪ টার দিকে কুমারখালীর শিলাইদহের কোমরকান্দি এলাকায় পৌছালে আগের নৌকা স্রোতে উল্টে যায়। আর উল্টে যাওয়া নৌকার সাথে পিছনের নৌকার সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুই নৌকার মাঝিসহ ১৮ জন শ্রমিক পানিতে পড়ে যায় এবং দুইটি নৌকা ও বালু পানিতে ভেসে যায়। পরে নদী সাঁতরে মাঝিসহ ১৭ জন শ্রমিক প্রাণে বেঁচে পাড়ে ফিরে আসেন। কিন্তু উবাই সরদার নামের একজন শ্রমকি এখনও নদীতে নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা সংঘর্ষের নৌকা দুইটিকে পৃথক স্থানে জব্দ করেছেন।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছি। দুই বালুবাহী নৌকার সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। উবাই নামের একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে অন্যান্য শ্রমিকদের দাবি। নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজের সত্যতা পেলে উদ্বার অভিযান চালানো হবে।’
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ফায়ার সার্ভিস কাজ করছে।’
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৬,২০২২//

Discussion about this post