এসএম জামাল, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ায় বাল্য বিয়ে প্রতিরোধ, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধ,বয়ঃসন্ধিকালের বিভিন্ন ক্রাইসিস মোকাবিলা বিষয়ে ছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিশন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস।
এসময় তিনি বলেন, আজকের কন্যাশিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রতিটি কন্যাশিশুর অধিকার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্য বিবাহ আমাদের দেশের দীর্ঘ দিনের একটি সামাজিক অভিশাপ। বাল্য বিবাহের অভিশাপে একজন নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে দেয় না। একটি সুস্থ জাতি পেতে হলে দরকার একজন শিক্ষিত মা। শিক্ষিত মায়ের দ্বারাই সম্ভব একটি সুস্থ জাতি এবং একটি সুস্থ সুন্দর প্রজন্ম গড়ে তোলা। কিন্তু বাল্য বিবাহের কারণে আমাদের এই সমাজের বেশির ভাগ মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত। আগামী প্রজন্মও সুস্থ ভাবে বেড়ে উঠা ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্য বিবাহ বড় একটি বাধা বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিগ্যান মন্ডল, ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়া সদর উপজেলার অতিরিক্ত প্রোগ্রাম অফিসার, কুমারখালির কর্মকর্তা ফেরদৌস নাজনীন সুমনা বক্তব্য রাখেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা ও শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।