নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে ছুটে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় সুরুজ আলী (২২)নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনায় নিহত সুরুজ আলী উপজেলার ছেউড়িয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে এবং
কুষ্টিয়া শহরের একটি ফার্মেসীতে বিক্রয়কর্মী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহীসুরুজ কুমারখালী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী
মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সুরুজ ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে যায়। এসময় চলন্ত ট্রাক্টরের চাকা তার বুকের ওপর উঠে যায় এবং ঘটনাস্থলেই সুরুজের মৃত্যু হয়।
নিহতের ভাই সজিব হোসেন বলেন, ‘সুরুজ কুমারখালীতে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল। পরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় মারা গেল’।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব কুমার সরকার বলেন, ট্রাক্টরের নীচে চাপা পরে মোটরসাইকেল আরোহীর মৃত্যু সংবাদ পেয়ে
ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। একই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

Discussion about this post