Print Date & Time : 25 April 2025 Friday 7:19 am

কুষ্টিয়ায় বিএনপির মানববন্ধন কর্মসূচী পালিত

ওপেলিয়া কনি, ষ্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।  

রবিবার (১০ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জর্জকোর্ট চত্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দলটির নেতাকর্মীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামিম উল হাসান অপুর সভপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন, কারাগারে আটক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সহধর্মিনী সৈয়দা ফাহিমা রুমী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম মুনির সহ আইনজীবী ও জেলা বিএনপির নেতাকর্মীরা।

আওয়ামী লীগ সরকারের আমলে সব থেকে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বিএনপির রাজনীতি করায় সরকার বিরোধীদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলেও এ সময় অভিযোগ করেন বক্তারা।  

নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং মিথ্যা, গায়েবী ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান মানববন্ধনে অংশ নেয়া নেতৃবৃন্দরা।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ ডিসেম্বর ২০২৩