ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি।
শনিবার সকালে ৩য় দিনের মতো এই লিফলেট বিতরণ করা হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ফরিদা ইয়াসমিন ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপুর নেতৃত্বে শহরস্থ বড় বাজার এলাকায় এই লিফলেট বিতরণ করেন।উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ফরিদা ইয়াসমিন। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৭ই জানুয়ারি নির্বাচন বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা পরিশোধ না করা, ব্যাংকে লেনদেন এড়িয়ে চলা এবং রাজনৈতিক মামলায় অভিযুক্তদের কোর্টে হাজিরা থেকে বিরত থাকার আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ করেছে।
এসময় নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এটা জনগণের মৌলিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। এটা শুধু বিএনপির আন্দোলন নয়। তাই সকলেই এই ডামি নির্বাচনে ভোট না দেওয়ায় আহ্বান জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ ডিসেম্বর ২০২৩

Discussion about this post