Print Date & Time : 10 May 2025 Saturday 5:38 pm

কুষ্টিয়ায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আগামি ১৫ই জানুয়ারি কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যেগে সমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া জেলা শাখার সম্পাদকমন্ডলীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার বাদ মাগরিব কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, কুতুব উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, মহিউদ্দিন চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপু, খন্দকার শামসুজ্জাহিদ, যুব-বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, কোষাধক্ষ্য জয়নাল আবেদিন প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হাসান বুলবুল, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল ওয়াদুদ মিয়া, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম ডাবলু, ধর্ম-বিষয়ক সম্পাদক শফিউল আলম টিটু, সহ-প্রচার সম্পাদক খান এ করিম অকুল, জাহাঙ্গীর হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক রিবউল আওয়াল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম মাসুদ, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খাদেমুল ইসলাম, এ্যাড. ইকবাল হোসেন, এ্যাড. শাতিল মাহমুদ, তাঁতী বিষয়ক সম্পাদক হাজী মনোয়ার হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহাশিন আলী। সভায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে আগামী ১৫ই জানুয়ারী বিএনপির সমাবেশ সফল করার জন্য যারযার অবস্থান থেকে কাজ করতে হবে এবং সমাবেশকে সফল করতে হবে।

দৈনিক দেশতথ্য//এল//