কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও তাঁর ভাই এবং ভাতিজাকে আটক করেছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, তাঁর ভাই জিল্লুর রহমান ও ভাতিজা জ্যাকি।
অভিযানে তাঁদের বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র পাওয়া যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল ওসমানপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Discussion about this post