Print Date & Time : 27 September 2025 Saturday 10:14 am

কুষ্টিয়ায় বিএসটিআই এর অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

কুষ্টিয়া : কুষ্টিয়ায় এলপিজি গ্যাস সিলিন্ডারে পরিমাপে কম পাওয়া এবং অয়েল স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর জেলা প্রশাসন, কুষ্টিয়া ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া এর যৌথ উদ্যোগে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা।

এসময় তিনি জানান, ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণ ও পণ্য মোড়কজাতকরণ সংক্রান্ত অভিযান পরিচালনা করে কুষ্টিয়া শহরের নারিকেলতলা এলাকার শরিফুল এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে এলপিজি গ্যাস সিলিন্ডারে পরিমাপে কম পাওয়ায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী ১২ হাজার টাকা এবং ভাদালিয়া এলাকার জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের ব্যবহৃত ৬ টি অয়েল স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার কর্মকর্তা মোঃ নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি) এবং সুমন কুমার পাল, পরিদর্শক (মেট্রোলজি)।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার কর্মকর্তা মোঃ নাজমুস সায়াদত বলেন, জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া-এর এ ধরনের অভিযান চলমান থাকবে।