মিরপুর প্রতিনিধি: বিদেশ পাঠানোর নামে এক আদম ব্যাপারীর বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ায় অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা কুষ্টিয়া মিরপুর থানাধীন তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামে সংবাদ সম্মেলন করেন
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ বলেন তার নাম আবু তালেব তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের মৃত খয়ের মন্ডলের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া শহরের পুলিশ লাইনের পাশে বাসা ভাড়া করে বসোবাস করছেন।
আবু তালেব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কথা বলে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অর্থনৈতিক স্বাবলম্বি হওয়ার স্বপ্ন বাস্তবায়নে লোভে অনেকেই জমি-জমা, স্বর্ণালংকার, গরু-বাছুর বিক্রি করে আবু তালেবের হাতে টাকা তুলে দেন। কিন্তু তাদের কাজ না হওয়ায় একসময় তারা বুঝতে পারেন যে, তারা ভুল মানুষকে টাকা প্রদান করেছেন। আবু তালেব একজন প্রতারক এবং মিথ্যাবাদী লোক। নানা টালবাহানায় কালক্ষেপন করতে থাকেন তিনি। তারা বিরক্ত হয়ে আবু তালেবের কাছে দেয়া টাকা ফেরত চাইলে তিনি তারিখের পর তারিখ দিয়ে তাদের হয়রানি করেন।
সরেজমিন জানা গেছে, কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের
আজিজুলের ছেলের কাছ থেকে বিদেশ পাঠানোর জন্য দালাল আবু তালেব ৫ লাখ টাকা নেন। একই গ্রামের জামিরুলের কাছ থেকেও সাড়ে চার লাখ টাকা নেন।
বহলবাড়ীয়া গ্রামের শরিফুল ইসলামের কাছ থেকে আড়াই লাখ টাকা নেন বহলবাড়ীয়া গ্রামের কুদ্দুসের ছেলে সুমনের কাছ থেকে তিন লাখ টাকা নেন একই গ্রামের আজিজুলের কাছ থেকে ৩ লাখ টাকা নেন চারুলিয়া গ্রামের আনিচ মালিথার ছেলে রঞ্জু আহমেদ ১০ লক্ষ টাকা দিয়েছেন আবু তালেব এর কাছে টাকা ফেরত চাইতে গেলে জীবননাশের হুমকি প্রদান করেন তাই আমি নিজের নিরাপত্তার জন্য মিরপুর থানাতে সাধারণ ডায়েরি করে জিডি নং ৭৩৪ তারিখ ১৭/১০/২৪। দুই মাসের মধ্যে বিদেশে নেয়ার কথা থাকলেও দুই বছরেও কেউই যেতে পারেননি বিদেশে। এতে তাদের মধ্যে বিরাজ করছে হতাশা।
এমন শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে উধাও আবু তালেব। স্থানীয়ভাবে একবার বিষয়টি নিয়ে সালিশ মীমাংসায় বসা হয়েছিল। সেখানেই প্রতারণার শিকার শতাধিক যুবকের অভিযোগ করেছিল।
এ বিষয়ে আবু তালেবের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে সে ফোন রিসিভ করে নাই।
এহ/30/10/24/ দেশ তথ্য

Discussion about this post