কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ের দোকান ভাড়াটিয়াদের নিয়ে মত বিনিময় সভা ও সন্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১২এপ্রিল) দুপুরে উপজেলার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এই মত বিনিময় সভা ও সন্মাননা প্রদান করা হয়।
পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার তৌছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম আলী, সহকারি প্রধান শিক্ষিকা মোছা. কামরুন্নাহার বেগম, পরিচালনা পরিষদের সদস্য মো. আবুল বাশার (হ্যাপি), পোড়াদহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আসাদুজ্জামান নয়ন, মো. মনির হোসেন ও মো. আনিসুর রহমান প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও নিয়মিত ভাড়া পরিশোধে ও স্কুল পরিচালনা পরিষদের পাশে থাকার ব্যাপারে মতামত ব্যক্ত করেন।

Discussion about this post