Print Date & Time : 19 April 2025 Saturday 5:50 am

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত,আহত ১


ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ
কুষ্টিয়া শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের হাউজিং বি ব্লক এলাকার শামসুল হকের ছেলে সালাম (৫০), তার স্ত্রী রুপা (৩৫) ও মেয়ে শাবা (১৩) এবং গুরুতর আহত অবস্থায় ছেলে সিয়াম (১২) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়। এতে নিহত সালামের ঘরের মধ্যে বৃষ্টির পানি জমে যায়। এজন্য তিনি বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন । তাকে বাঁচাতে প্রথমে স্ত্রী রুপা এগিয়ে আসেন এবং তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়ে শাবা ও ছেলে সিয়াম এগিযে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সালাম, রুপা ও শাবাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল  হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) তাপস কুমার সরকার জানান, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত অবস্থায় আরও একজন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

ওপেলিয়া কনি//দৈনিক দেশতথ্য//২৩ অক্টোবর ২০২৪//