Print Date & Time : 5 July 2025 Saturday 8:20 am

কুষ্টিয়ায় বিদ্যুৎ পোলের সাথে ড্রাম ট্রাকের ধাক্কা!

নিজস্ব প্রতিবেদক :কুষ্টিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় ভেঙে গেল বিদ্যুতের পোল।আজ  সকালে শাহ পাড়া মোড় লাহিনী বটতলায় বালু ভর্তা ড্রাম ট্রাক বিদ্যুতের পোলে ধাক্কা দিয়ে পোল ভেঙ্গে ফেলে ।এর আগে গত ১৪ জানুয়ারি একই জাগায় ওই শ্মশান ঘাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে এক শিশু  নিহত হয়।

স্থানীয়রা জানান,  প্রতিনিয়ত ওভারলোড করে সড়ক নষ্ট করছে এই ড্রাম ট্রাক। প্রতিদিন মানুষের জীবন কেড়ে নিচ্ছে এই ১০ চাকার ড্রাম ট্রাক। তবুও কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে। 

দৈনিক দেশতথ্য//এল//