র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ০১ মার্চ ২০২২ তারিখ বিকাল ০৫:২০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগর মোঃ শাহাবুল(৫০), পিতা-মৃত সোলায়মান সরকার, সাং- ফিলিপনগর এর গরুর বাথানের দক্ষিন পূর্ব পাশে বর্গাকৃত জমিতে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে ১৬০ (একশত ষাট) টি গাঁজার গাছ যাহার ওজন ৩১ (একত্রিশ) কেজি, মোবাইল ফোন ০২টি, সিম ০২টি সহ ০১ জন আসামী শাহাবুল (৫০), পিতা-মৃত সোলায়মান সরকার, সাং-ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//০১ মার্চ,২০২২//