রফিকুল্লাহ্ কালবী, কুষ্টিয়া:
কুষ্টিয়া শহরের প্রধান কয়েকটি মন্দিরের কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত কুষ্টিয়া জুলাই যোদ্ধাদের প্রতিনিধি দল।
১ অক্টোবর, বুধবার এই সৌজন্য সাক্ষাৎ করেছেন ।প্রতিনিধিদলে নেতৃত্ব দেন জুলাই যোদ্ধা তায়েফ হাসান খান।
সাক্ষাতে মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে খোলামেলা আলোচনা করে পুজা-পরিচালনা, নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের কার্যকরী সদস্য দ্বীপন কুমার দাস, বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক অমিত বাগচী। বাজার সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক উত্তম সাহা, কুষ্টিয়া মহাশ্মশান মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিলয় কুমার ও অনিল বিশ্বাস।
উক্ত মন্দির কমিটি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ প্রতিনিধি দলের আগমনকে স্বাগত জানান এবং সার্বিক পুজো-ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তারা বিশেষভাবে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ তৎপরতা ও সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন। সকলেই একমত হন যে সাংস্কৃতিক নগরী কুষ্টিয়ার পরিবেশ সবদিক থেকে শান্তিপূর্ণ ও সমন্বিতভাবে বজায় থাকে এবং এবার কোন পূজা মণ্ডপে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন, মোছা: নিপা হক, সজিব কুমার বিশ্বাস, মো: নূর আহসান, মো: মাকসুদ আলম, মো: আরিফ হোসেন, এস,এম,মোবাশ্বির হাসান মাহমুদ, রাব্বি হাসান এবং মো: সাব্বির হোসেন প্রমুখ।

Discussion about this post