Print Date & Time : 13 September 2025 Saturday 10:52 pm

কুষ্টিয়ায় বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত

‘সব প্রাণীর জন্য একটি সমন্বিত ভবিষ্যৎ গড়ে তুলি’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় মানুষ মানুষের জন্য কুষ্টিয়া,সম্মিলিত সামাজিক জোট ও কুষ্টিয়া বার্ড ক্লাবের অংশগ্রহণে ও বিবিসিএফ এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ মে রবিবার বিকাল ৫ টার সময় শহরের এন এস রোড়স্থ পাবলিক লাইব্রেরীতে আলোচনা সভা পরিচালনা করেন, বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ। সহ-সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি দি ফক্স ম্যান শাহাবউদ্দিন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ও পাবলিক লাইব্রেরীর সদস্য সচিব ড.আমানুর আমান। বিশেষ অতিথি ছিলেন, সামজিক বন বিভাগ কুষ্টিয়া সদর ফরেস্টার তাপস কুমার সেন গুপ্ত, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর ক্রিয়া সম্পাদক ও  কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনক্ এর যুগ্ন সদস্য সচিব কারিবুল ইসলাম, আনন্দ পাঠশালার পরিচালক আলী আদনান।

সভায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর নির্বাহী সদস্য ও কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি (পাখি গবেষক) এস আই সোহেল। সভার সঞ্চালনা করেন, সম্মিলিত সামাজিক জোটের সমন্নয়ক এ্যাড মুহাইমিনুর রহমান পলল।

এসময় আরও উপস্থিত ছিলেন,বৃহত্তর কুষ্টিয়ার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণ পরিষদের মহাসচিব এস এস রুশদী, সাংবাদিক ইব্রাহীম খলিল, কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদের সভাপতি তানজিমা রহমান, অসহায় মানবসেবা সংগঠনের সভাপতি সুরাইয়া তিথি, সদস্য হাসান আল বান্না,কালপুরুষ যুব ও নেতৃত্ব উন্নয়ন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক অপু হোসেন,প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সদস্য সাইদুল ইসলাম, সদস্য পল্লব, মানুষ মানুষের কুষ্টিয়ার সদস্য আশিকুর রহমান আবির, আরিফ হোসেন, সিরাজ খালাসী, নাঈম, সাংবাদিক সুমন শেখ, আব্দুর রহমান সহ আরও অনেকে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২২,২০২২//