গতকাল মঙ্গলবার বিকালে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট ও সাফ‘র আয়োজনে কুষ্টিয়ার পোড়াদহে কৃষকদের নিয়ে আলোচনা সভা, লিফলেট ক্যাম্পেইন ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো: আকুব্বার আলী, প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: সামছুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুষ্টিবীদ হাজী রেবেকা সুলতানা ও উবিনীগ‘র প্রতিনিধি মো: আব্দুল জব্বার।
বক্তাগণ বলেন, ধূমপান ও তামাকজাত ব্যবহার নিয়ন্ত্রণ আইনের সুফল যেমন জনসাধারণ পাচ্ছে, তেমনি তামাক চাষ ও তামাকজাত দ্রব্য উৎপাদন নিয়ন্ত্রণ আইন সময়ের দাবি।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২৩//