কুষ্টিয়ার প্রতিনিধি: রোটারি ক্লাব অব কুষ্টিয়া বিশ্ব পোলিও দিবস পালন করেছে। এ উপলক্ষে গতকাল সকালে বর্ণাঢ্য র্যালি কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস হয়ে শহর প্রদিক্ষণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ কে এম রুয়াইম রাব্বি, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি, ক্লাব ট্রেইনার রোটাঃ মোঃ ওবাইদুর রহমান, সেক্রেটারি রোটাঃ সাব্বির আল আনছারী, সার্জেন্ট-এট-আর্মস রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন, রোটাঃ বরেন পোদ্দার, রোটাঃ জয়নাল আবেদীন, রোটাঃ মোঃ শাহিন উদ্দীন, প্রাক্তন রোটাঃ মোঃ তহিদুল ইসলাম ও প্রাক্তন রোটাঃ মহেন্দ্র কুমার আগরওয়ালা।
র্যালিতে উপস্থিত থেকে সহযোগিতা করেন রোটারেক্ট জোনাল রিপ্রেন্টেটিভ কে এম রাইয়ানুর রহমান, রোটারেক্ট ক্লাব অব কুষ্টিয়া সিটির প্রেসিডেন্ট কে এম রিদুয়ান, আইপিপি রিয়াদুস সালেহীন, সেক্রেটারি মোঃ গোলাম হাসিব, সদস্য রোকেয়া আক্তার কেয়া,রাজু আহমেদ,মোঃ সজিব আহমেদ,তরুণ কর্মকার প্রমুখ।
উল্লেখ্য, এই বিধ্বংসী রোগ থেকে প্রতিটি শিশুকে রক্ষা করার জন্য পোলিও টিকাদানের তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৪ অক্টোবর সারা বিশ্বে, বিশেষত রোটারি পরিবারে, বিশ্ব পোলিও দিবস উৎসাহ ও উদ্দীপনার সাথে পালন করা হয়।
এহ/24/10/24/ দেশ তথ্য

Discussion about this post